আলোর পথের যাত্রী মোরা স্বপ্ন কারিগর
গড়তে জানি, ভাঙতে হলে তা ও জানি
রক্ত ঢেলে প্রয়োজনে লড়তে পারি
ফুল-ফসলে ভরতে পারি ভুবন চরাচর।
এগিয়ে চলুক; এই আলোকের রথ
নির্ভীক সেনানী সবে করো বাধা জয়
শৌর্য সামর্থের হও দূত, হোক বাধা যত দুর্জয়
যেতে হবে আরো দূর, দূরতম পথ।
জয় হোক কবিতার আসরের জয়
ভোলে ভুল কবিকুল একসাথে এসো
আলোর পথের যাত্রী হবো সবে;
কবিতা ধরণী গড়ার এটাই সময়।
এপারে জ্বলছে দীপ আলোর দিশা
তুচ্ছ পিদিমের আলোর অতুল ছটা
সব নিয়ে মিলি এসো এক মোহনায়
কাটবেই কাটবে জানি ঘোর অমানিশা।