জলের তলে দেখলে আকাশ
দৃষ্টি বাঁকা হবেই তো!
আপনাকেই ভাবলে আকাশ
অন্তর ফাঁকা রবেই তো।
স্বচ্ছ গভীর জলের ধারাও
স্ফটিক সম উদ্ভাসে
উপল রাশি ছড়ায় হাসি
মুক্তো মণির বিভাসে।
ভাবনাগুলো উল্টো হলে
উল্টে যাবে সভ্যতা
খরস্রোতেও জমবে পলি
থামবে ধারার নাব্যতা।
এই সময়ের দৃষ্টি বিলাস
থাক না পড়ে ভাগাড়ে
সত্য শিবের কইবো কথা
যাক না যতই প্রাণ ছিঁড়ে।