সূর্যের নেই ধর্ম-বিভেদ ভীতি, জাতীয়তার কেতা
অবাধ আলোকধারা ছড়ায় ধরার সব কোণে
চাঁদ কি করে গো হিসাব ধুঁকছে জীবন কোথায়
ঘটছে প্রলয় প্রীতে, বিনাশীত আজ অসহায় মানবতা?
ফুল কি করে গো যাচাই শোভা সৌরভ কাকে সে বিলায়
বাতাস করে না বিচার সাদা কালো ধর্ম কিবা জাতের।
আকাশের নেই কোন খুঁটি, সীমানার বিবাদ বিসম্বাদ
মেঘ কি-বা রোদ মানে কি দেয়াল কিছু?
পাখির লাগে না জাতীয়তা সনদ পরিচয় পরিচিতি
নদীর ধারা কী স্বাধীন বয়ে যায় -
করে না পরোয়া, মানে না সে বাঁধা কারো
মানুষের লাগি আছে শত বাঁধা
বিভদের দেয়াল আছে কাঁটাতার
আজব শর্ত এ কী আধুনিক সভ্যতার!
- - - - - - - - - - - - - - - - - - -
৮ জানুয়ারী, ২০১৭ আসরের কবি ফয়েজ উল্লাহ রবি’র “সীমানা” শির্ষক কবিতায় উদ্বুদ্ধ হয়ে লেখা। কবিতাটি কবি ফয়েজ উল্লাহ রবি’কে উৎসর্গ করছি।
____________________
⭐ কবিতাটি "অবনীর শেষ শব্দ" (পৃষ্ঠা-১৭) কাব্যগ্রন্থে প্রকাশিত।