মাধবী লতার পাতার ফাঁকে সকালের সোনা রোদ্দুর
আনমনা ভাব
কথার অভাব
স্বপ্নেরা ভেঙে চুরমার হয়; হয়ে যায় বড় নিষ্ঠুর।
অজানা বনের মায়ার জঠরে লূকোচুরি খেলে খুশিরা
উচ্ছল প্রাণ
প্রণয়ের গান
ভালোলাগা সব খুনসুটি করে; মনের আড়ালে আত্মহারা।
কিংকরসম পাখির মনেতে উঁকি দেয় যত পূণ্য
পাপ কেটে যায়
নীল সীমানায়
আকাশ বাতাস শিহরিত হয়; পুণ্যেরা হয় ধন্য।
একা প্রাণ যার জলের অতলে ডুব সাতারে ব্যস্ত
হাত ধরো তার
করো পারাপার
শেষ শয়ানের অন্তিম ক্ষণে হও গোধুলির অস্ত।।