কথাদের কথা শুনে কথাবুড়ি হাসে
নীলে ভাসা তুলোসুখ মেঘরঙে ভাসে
আমাতেই আমি নেই;তোমাতেই ঠাঁই
এই দেখে দুখ বলে "তবে আমি যাই" ।।


প্রণয় কালের খানিক চাওয়া
হৃদয় জুড়ে অন্ধ রোষে
বাড়ায় প্রাণের তাপদাহ
একলা বাঁচায় ক্লান্ত বেশে।।


মনের ভুলে মন রাঙানোর
শুধুই ছিলো বায়না
তাই ও চোখের কাজল জলে
ভিজলো মনের আয়না।।