কথারা সাড়া দেয়না;যেন নিঃশ্বাসে মিশে থাকা ঘুম
বারান্দায় একফালি চাঁদ, আঁকাবুকি আর বেখেয়ালি চুম।
আয়না গড়া;আয়না ভাঙা
অবিশ্বাসের ভুলে রাঙা,
অকারণের হালখাতাতে কাটছি দীঘল চুল,
বেলাশেষের বেখেয়ালি কাব্য হয়ে অনিমেষে
ভেঙে গড়ো;আবার ভাঙো তাই,
আমি চাইছি তোমার জগতটাকে
আপন আলোর ক্যানভাসে- রঙ তুলির আঁচড় সবাই দেখে নিক
আমি হাজার বছর আগলে তোমায় মনের ঘরের মাঝখানেতে
শুধুই তুমি আমার কানে,সত্য বলো অভিমানে;
আর কিছু না চাই এ প্রাণে ঠিক।।