"বেরোও হারামজাদা অসভ্য ইতর!
জুতো মেরে ছিঁড়ে দেব মুখের চামড়া।
জানিস বাবার খোলা হোটেলটি তোর,
যাই করো মিলে যাবে একটি কামরা!
আর এই তুমি, হ্যাঁ হ্যাঁ, দোষ তো তোমার,
লাই পেয়ে পেয়ে আজ উঠেছে মাথায়।"
শেষ রাতে, যাতে দিন না আসে আবার,
মা ছেলে দুজনে গায়ে আগুন লাগায়!
বাবা আজও বেঁচে আছে বদ্ধ পাগল,
বিড়বিড় করে আর ঘোরে পথে পথে।
দিশাহারা চোখে তার শুকিয়েছে জল,
হাহাকার শোনা যায় স্বরের আঘাতে।
"আগুন কি ভালো আহা আগুন কি আলো,
তারা পুড়ে ছাই হয়ে আমাকে পোড়ালো!"
---------------------------------------