সচেতন না যদি হও,
ভেবো মুখ খোলার আগে।
কথা হল তীরের ফলা,
বুকে এসে সপাট লাগে!
তুমি তো চাইছ ভীষণ,
পাক সে কষ্ট কথায়।
সেও খুব ভরসা রাখে,
শর বিনিময়ের প্রথায়।
কেটে বসে কথার চাবুক,
কেঁপে ওঠে দগদগে ঘা!
সুখ শুধু হয় অসুখের,
শান্তিও কেউ পায়না।
চিরদিন সইবে না কেউ,
ভুলে যাবে কে ছিল কার।
মুখ শুধু তোমার আছে?
রাগ কি তোমার একার?
যে স্বরে আগুন ঝরে,
তাকে তবে কলহ হলে,
দুজনেই দাও নিভিয়ে,
মুখোমুখি চোখের জলে।
তাই বুঝি উপড়ে দিলে,
যা ছিল সত্য আমূল?
সে হাজার দোষে দোষী,
তোমারও একশ'টা ভুল।
আসলে সত্যি কথা,
সত্যিই খুব অদ্ভূত!
যে প্রিয় সেও কখনো,
পুরোপুরি হয়না নিখুঁত।
----------------------