খালাসিটোলার পেয়ালাজুড়ে,
টলমলে এক ঠেক।
দেশি দারুই সত্য কেবল,
বাদবাকি সব ফেক!
ফেকো বাবু পয়সা ফেকো,
নাচেগি বুলবুল!
অর্থহীন এ জীবন বড়ই,
বিপদসংকুল!
কুলবিচারের মোকদ্দমায়,
সাক্ষী কানামাছি!
বারদুয়ারীর ঘর খালি আজ,
উজাড় সোনাগাছি!
গাছের খেয়ে মৌজ করে,
হাত পেতেছি তলে।
এই বাজারে বলুন দিকি,
ঘুষ না খেলে চলে?
চলতে গিয়ে পা টলে ফের,
এস বরং বসি।
আমি তোমার সেই যামিনী,
তুমি আমার শশী!
---------------