হালকা আলোয় রঙীন স্বপ্নগুলোর তেজ
নিঃস্তেজে,
নিভাজ পৃথিবীতে আধার কাটানো
হাজার ভাজে।
লাল-নীল স্বপ্ন গুলো হঠাত গড়ল
পেয়ালায় সাজিয়ে,
ফোটন্ত নাইটকুইন রাতের আধারেই
হারিয়ে গেল।
মধ্যরাতে ট্রেনটাও আসতে অনেক
দেরি করল,
একসাথে কয়টি সকাল জানি অজানাই
রয়ে গেল।
তারই জের ধরে শিউলি ফুলটা
অকালেই
ঝরে গেল,
অনন্ত যৌবনা কিশোরির মাংশল
যৌবন অনেকের প্রিয় হল।
ওই মাংশাসীগুলোর জন্মটাই পাপ
ছিল,
তানাহলে শহরের পবিত্র পথের
ধুলোতে শ্বেত রক্ত কেন!
অবাক কবি আজ রোমান্টিক কবিতা
ছেড়ে দিল,
বিষে ভরা যৌবন নিয়ে লিখতে আজ
সে মত্ত হল।