আমি হাসি।কাউকে হাসানোর জন্যও
হাসি।নিজে কাদার জন্য হাসি।
আমি লিখি,নিজেকে তুলে
ধরি,নিজেকে তুলে ধরার জন্য কাউকে
তুলে ধরি,নিজেকে লুকিয়েও কখনও
ছদ্মনামে প্রকাশিত হই।
আমি ছদ্মবেশি,গিরগিটি,বন মানুষ নই।
আমি তাদের দলের লোক যাহারা
নিজেকে লুকিয়ে প্রকাশ করতে
স্বাচ্ছন্দবোধ করে।
আমি তাদের দলে যাহারা
শ্রেনিহীন,বর্নহীন,প্রথাহীন কিন্তু
ধর্মহীন নয়।
আমি অমানুষের ভিড়ে নিজেকে মানুষ
দাবী করি,আবার মানুষের ভিড়ে আমি
অমানুষ।
আমি শুবেলার কালপুরুষ বটে,অবেলারও
সুপুরুষ নই,আমি সমাজের ধ্যানীর
দলে,কর্মে অনেক কাঁচা।
আমি অনাচার,অবিচার দেখে চোখ
সরিয়ে ফেলি,আমি মহামানব,।
আমি কলম দিয়ে ৪৭,৫২,৬৯,৭১ এ ঝড়
তুলি,আমি ভৃগু হই,আমারও চোখে আগুন
জ্বলে।
আমি আমলা অনেক বড়,শুধু মামলার ভয়ে
মিছিলে যাই না,উন্ন্যনের মাপকাঠি
আমি।
আমি ঘুষ খাইনা,লোকে আপন ভেবে আদরে
পকেট ভরায়,আমি ঘুষ খাইনা।
আমি রিহানাকে নিয়ে অনেক
ভাবি,একদিন এমনই আন্দলন
করেছিলাম,বিছানা থেকেই পরে
গেছি।
আমি কথা কম বলি,কাজ!কথা আর কাজ
সমানই,তাই গায়ে প্রচন্ড বেথা।
আমি কাজী নই,আমি পাজিদের
দলের,কাজ পন্ড করতে তাই অন্তিম মুহুর্তেও
থাকি।
আমি ছদ্মবেশি,গিরগিটি,তাই বলে
পরিচয়হীন না।
আমি মুসলিম,মানুষত বটেই,আমি কলমের
কান্ডারী।