কে এসেছিল? কেউ না
শুকালো বেণী ফুলের ঝর্ণা
রোদে নিলো কেড়ে
প্রতি ঝাপটা বিন্দু অমৃত
আমি পর্যন্ত আসেনি, সুভাসও না।

এলো ছল, চোখের ছাতুরি
ক্ষণ রংধনু রাঙালো দুপুর
অদূরে সর্মান্ধ ঢিলেঢালা
ফুল হাতে কাউয়া কাদের
দাঁড়িয়ে আছে? থাকুক না।

বসন্ত আসেনি বসন্ত হতে
আসেনি ফুল ফোটাতে
সুভাসে ভরেনি চৌকাঠ
জ্বর এনেছে থলে ভরে
গুঁজে দিল মান্দার কাঁটা;-
আহ! সেকি ব্যাথা।