নক্ষত্র পাহারা দেয় চন্দ্রিকা-
দেখেনি ক্ষুদ্রের বিশালতা,
জ্বলজ্বলিয়ে দাপিয়ে বেড়ায়
পৃথিবী আলো পায় না।

গোলাপ চারায় এসেছে কলি
ফুটেনা বহুদিন প্রেম;
নোটে ঢেকেছে সুভাস
কবির ছন্দ মেলে না।

বৈচিত্র্যে মেতেছে মৌসুম
রাখেনি মনে বসন্ত
শীতে জমলো হৃদয়
সন্ন্যাসী ধার ধারে না।

সমুদ্র মিশেছে নদীর মোহনায়
দূরে দাঁড়িয়ে নির্বাক আকাশ;
গোধূলি কাটে সন্ধ্যাও যায়,
পথিকের মোহ কাটে না।