ফিরে এলো হৃদয় ভাঙার কাল
নবদের কাছে সুসজ্জিত; করে গুণগান।
তারা ফুলের বিস্ফোরণ-সুবাসে উচ্ছ্বাসিত
গত ঝরাদের ভাবেনা, কাঁদেনা।
যারা ফুটেছিল হয়েছিল সুভাসিত
আজ অস্তিত্বহীন, অবহেলিত।
শীতল হাওয়ায় ধরা দোল খায়
কাল হারিয়ে যায়, সময় ফুরিয়ে যায়।
ধীর বাতাসে পাঁকে চুল—তা কেউ দেখেনা?
বছর-মাস-দিন বোঝে, সেকেন্ড বোঝেনা।
একালে জেগে ওঠে ক্ষত,
গতবার ফুটেছিল ডেইজি, ভেসেছিল স্রোতে।
কতটা উপেক্ষিত হৃদয়ে পঁচে প্রেম?
প্রেয়সী জানেনা, দেখেনা।
হে বসন্ত, তুমি মহান নও!
ফুল ফুটিয়ে ঝরে নাও, স্বপ্ন দেখিয়ে ভেঙে দাও।