সেদিন বড় কাছে থেকে
উপলব্ধি সুরের হাত ধরে,
দেখেছিলাম জাম গাছের
ঐ ঝর্না ঝরা মত্তা।।
ঝড়ো বাতাসে টালমাটাল
গাছের কলালাপ।।
আর সাথে ঐ ছোট্ট
আম গাছটার বৃন্তশক্তি,
যে কিনা কোন কিছুর মূল্যে
তার বৃন্ত থেকে আম'কে
ঝরতে দিতে নারাজ।।
ওহ!! কি অদ্ভুত সেই শীতল
ঝড়োয়া অনুভূতি।।