ভালোলাগে পুরানো দিনের সেই রংধনু
ভালোলাগে পুরানো দিনের সেই আকাশ,
যে আকাশে ছিলো পবিত্র এক ছোয়া
যে আকাশে ছিলো না এতো কালো মেঘ।
ভালোলাগে পুরাতন দিনের গান
এর উপরে কেমন যেন একটা টান,
ভালোলাগে পুরাতন সেই ভালোবাসা
যেখানে সুযোগ ছিলো না হবার নিরাশা।
হ্যা,আমার ভিন্টেজ পোশাক খুব প্রিয়
আমি সেই যুগে জন্মাইও নি,
তবে খুব প্রিয় সেই সবকিছু
যা ছিলো আগে.. অনেক আগে।
আজকাল আধুনিকতার তীব্রতায়
ঢাকা পরে গিয়েছে সেই সব কিছু
যা ছিলো আগে, থাকবে সারাজীবন।
আমি আগের দিন গুলোর মতো সেই বন্ধন চাই
যে বন্ধন ছিলো,
বাবা মায়ের সাথে ছেলে মেয়ের
ভাইয়ের সাথে ভাইয়ের।
সেই সব কিছু চাই
যা আগে ছিলো।
আমি পুরানো মনের মানুষ হয়েই
বেঁচে থাকতে চাই,
আমি পুরাতন আত্মার মানুষ হয়েই
যুগে যুগে রয়ে যেতে চাই।
সত্যিই আমি সেইসব কিছু চাই
যা ছিলো আগে, থাকবে সারাজীবন।