সহ্য করেছো প্রসবের তীব্র বেদনা
দেখেছি ত্বিষাম্পতি,
তুমিই তো মধ্যমা
ছড়ালে সকল যতি।।
মা,মাগো
আমার মুখে হাসি মানেই
তোমার চোখে রোশনাই,
তোমার আঁচলের ছোয়া পেলে
সব ক্লেশ ভুলে যাই।
তুমিই যে আমার আয়ুর্বেদী
আমার সব পীড়া
দূর করার একমাত্র দৈবগতি।।
তুমিই তো আমার ত্রিভুবনে প্রভু
তাই বুঝি তোমার স্বার্থপরতা
দেখিনি আমি কভু।।
তোমার জন্য ভালোবাসার কৈলাস
প্রেম দিয়ে বুনেছি আচ্ছাদন,
স্বরূপে দেবী তুমি
তুমিই তো কেবল পবমান।।
মা,মাগো
সর্বকাজে দক্ষা রূপে
দেখেছি তোমার সমর্পন,
তুমিই কেবল সেই নারী
যার ভেতর সকল গুনের সংযোজন।