মনে আজ অনেক কষ্ট, অনেক জ্বালা
তবে এর ভেতরেই আছে
হারিয়ে যাওয়া সুখের ডালা।।
খুজে পেতে অনেক দেরি,অনেক সময় লাগবে
কিন্তু প্রচেষ্টা আজীবন থাকবে
কষ্টের মধ্যে হাটছি, তাও আবার খালি পায়
বাস্তবে কখনো পাব কি সুখের উপায়।।
কষ্ট আর কতো করবো, এবার প্রায় শেষ
তবুও বোধ হয় পিছু ছাড়বে না,দুখের কিছু লেশ।।
একদিন তো ফল পাবই,এটা আমার বিশ্বাস
ভোগের আগে হয়তো, ফেলবো শেষ নিশ্বাস
এমণ কিছু করবো আমি, দিবানিদ্রা যাপনে
মোরে যেন মনে রাখে,এই ভুবনে।।