তুমি সৃষ্টির স্রষ্টাকে জানো না
তুমি হাসি আর কান্না কি দেখ না,
তুমি স্রষ্টার সৃষ্টিকে ভাব না
তুমি জন্ম মৃত্যু কি দেখ না,
তুমি সৃষ্টির সেরা, তুমি জানো না,
তুমি কবরের কথা কি ভাব না
তুমি স্রষ্টার দৃষ্টির বাহিরে না।
তুমি গড় আয়ু কত তা জানো না
তুমি সৃষ্টির স্রষ্টাকে ভুল না
তুমি অন্ধকার কবরে কি যাবে না,
তুমি জান্নাত জাহান্নাম ভুল না ,
তুমি আসমান জমিনে বিচরণ কর না
তুমি মাটির তৈরি মানুষ, তা কি জানো না
তুমি পাহাড় পর্বত কি দেখ না।
তুমি চন্দ্র তারাকে দেখ না
ভোলা মন
নিজেকে নিজে আর
ধোকা দিয় না ।