।বিংশ শতাব্দী।


কি ভেবে ছিলে,
হেরে গিয়েছি,
ভুল।
আমি,
মহামারী বয়ে আনা,
বিংশ শতাব্দী।
আমি ধ্বংস,আমি ঘূর্নি,
আমি বিংশ শতাব্দীর অভিসন্ধি ।
আমি চিন্তা,আমি শক্তি,
আমি খোদাকে করি অনুরক্তি।
আমি রক্ত, আমি মগজ,
আমি জাতির মাঝে থাকা লালসবুজ।
আমি বন্দি,আমি মানুষ,
আমি আকাশের বোঝা নিয়ে চলা নারী পুরুষ।
আমি পাখি,আমি চোখ,
আমি পৃথিবীকে করি ভোগ।
আমি শিখর,আমি মাটি।
আমার নেই যে কোন নির্দারিত ঘাঁটি।
আমি চন্দ্র,আমি সূর্য ,
আমি নই যে অনিবার্য।
আমি সমাপ্তি,আমি সূচনা,
আমি করিনি তোমাদের বঞ্চনা।
আমি মানুষ আমি মানুষ,
আমি মানুষ রুপে ফানুস।
আমি ধনীর দুয়ারের ভিখারি,
আমি নইযে তোমাদের দরকারি।
আমি প্রসব মায়ের কষ্ট,
আমি পৃথিবীকে করিয়াছি ভ্রষ্ট।
আমি বিংশ,আমি বিংশ,
আমি বিংশ,
আমি করিয়াছি পৃথিবীকে হিংস্র।