আমি আমার প্রাণের বিনিময়ে;
চেয়েছি শুধু একটিমাত্র;
“রক্ত জবা”
আর কিচ্ছু চাই নে;
কিচ্ছু না;
ওই একটি “রক্ত জবার”
বিনিময়ে আমি বিলিয়ে দেব
আমার শরীর
তোমাদের মাঝে;
ওই একটি “রক্ত জবা”
উন্মাদ করে দেবে গোটা জাতিকে;
সকল প্রাণ মূল্য হারাবে
ওই একটিমাত্র “রক্ত জবার” ধারে;
ওই একটি “রক্ত জবা” মানে একটি স্বাধীনতা;
“রক্ত জবার”প্রতিটি পাপড়িতে
লেখা থাকবে তাদের ওই নাম
যারা দিয়েছে স্বাধীনতার পাতায় সর্বস্ব-সম্মান;
ওই একটি “রক্ত জবা” মানে
অকারনে ঝরে যাওয়া আরো একটি প্রাণ;
ওই একটি “রক্ত জবা” মানে
স্বাধীন হয়ে ও পরাধীনতার মান;
ওই একটি “রক্ত জবা” মানে
বেওয়ারিশ একটি শিশু আমাদের করেছে দান;
ওই একটি মাত্র“রক্ত জবা”
বয়ে নিয়ে আসবে আমাদের কল্যান।
◦