আর কত দিন,
কখন ও কি শেষ হইবেনা এই ছিন্ন-মস্ত দুর্দিন,
মৃত্তিকা হইবে অস্তিত্ব হীন,
আমি পৃথিবী থেকে বলিতেছি,
তাহার দেখাতো সরণিতে চলিতেছি,
আমি মানুষ হিসেবে জলিতেছি,
চাষি-মোল্লা-পুরুত-কুলি,
সবিজে তাহারই কথা বলি,
কেহ শাসন,
কেহ শোষন,
শেষ হইবে সব রণ ভোজন,
নহে ভিন্ন,নহে ছিন্ন,
মোরা মোদেরই জন্য,
যখন মোদের ডাক পড়িবে,
চলবো হাঁকায় রনতলে,
সৃষ্টি হইবে জনবলে,
স্বাধীন হইবো দলে দলে,
জেগে উঠ-জেগে উঠ মানব,
ঠাই পাইবেনা কোন দানব,
মোরা নহে করি ভয়,
ছিনিয়া আনি জয়,
মোরা তাহারই সৃষ্টির বৃষ্টি পান করি হইয়াছি আরো উৎকৃষ্টি,
পারিবেনা হারাইতে এই মুষ্ঠী ,
যতই হোক ওরা রাম-লক্ষণ-যুধিষ্ঠি।
◦