ভর সভায় চক্ষু তুলিয়া দেখিলাম যাহাকে,
শরৎ হইতে বসন্ত কোথাও যে নাহি পাই তাহাকে,,
কোথায় চলিয়াছ কামিনী তুমি,
খুলিয়া আছি যে আমি সকল দার,
পূর্ব হইতে দক্ষিণ সকলে কয় যে ধরিয়া রাখ যে পদ কেতন তাহার,
কামিনী আসিবে কি ফিরে,
পরশ ছোঁয়ায় আমি যে ঠানে লাগিছি তোমায়,
মায়ায় ঠেকিয়াছি পুষ্প হে,
চিহ্ন পড়িয়াছে শূন্যের ও মেলায়,
সৌরভে মুগ্ধ,
জগৎ ছাড়িয়াছে আপন প্রাণ হস্ত,
নিভু নিভু জেল্লা,
হাসির উন্মাদ খিটখিট-অতা,
সত্তায় অদ্যে হ-য-ব-র-ল-তা,
এই-একাকি মর্ম-শরৎ হইতে বসন্ত-পূর্ব হইতে দক্ষিন-ঠানের বর্ন-সৌরভের ভিন্ন-সন্ধ্যে নামার চিহ্ন-নির্জনে হাঁটিয়া চলিয়াছি-পাড়িয়াছি কত যে লঙ্কার দন্ড,
ফিরিয়া আসিবে তো,
দেবেতো আমায় বিদায়,
কামিনী।