মোরা শতাব্দী শেষের যাত্রী,
ডাকিয়া আনি নিঝুম রাত্রি,
বাংলা মোদের মাতৃ,
ধ্বংস আসে নিজ হাতে,
বংশ হয় জাতে মা তে,
কি দোষ ছিলো তাতে,
বাঁচতে দাও আমাদের,
শূন্য করিয়াছ যাদের,
গুলিবিদ্ধ বুক কাদের,
মানুষ অর্থ বুঝিতে,
লাগেনা কিছু যে সবিতে,
নয়তোবা অধোরা রয়েযাবে এই জীবন বাকিতে,
রূপ,রস কিছুই না বেশ,
সব হবে নিশ্বেস,
বংশ,জাতি,দেশ কিছুই রবেনা পরিশেষ,
থাকবে শুধু শিঙ্গার উৎকট রেশ।