।হিয়ার পরশ।
আমি হিয়াতে হইয়াছি মুগ্ধ,
প্রকৃতি আমায় করিয়াছে স্নিগ্ধতায় দগ্ধ,
বসন্তে-তাহারে কল্পনা করিতে করিতে শুনিয়াছি যে ডাক,
আজ ও -আজ ও আমি দেখে যাই সেই ঝাঁক,
নদীর বাঁকে থাকা বিন্দু-বিন্দু অনুরাগ,
হইয়াছে আজ সিন্ধুতে পরিপাক,
নদীর আপন স্রোত,
তোমাতে লইয়াছে যে বাঁক,
কোথায় আজ নদীর সেই উত্তাল উন্মাদ রাগ,
আমি অন্ধ-তোমাদের শুনাইতেছি প্রকৃতির সেই শ্রুতি মধুর ডাক,
নাহি-নাহি হইয়াছি সৃষ্টিতে অন্ধ,
প্রকৃতি আজ আমার চোখেতে বন্ধ,
প্রকৃতির অসীম রূপ-রস,
আমি তাহাতে হইয়াছি বশ,
তোমার রূপে আরো হইয়াছি ছন্নছাড়া-ক্ষিপ্ত-খেপা-ঠুনক-উন্মদ,
যেদিন মাথা তুলিয়া দেখিয়াছি গাছ ছাড়া কিছুই নাই,
সেই দিন বুঝিয়াছি গাছ ছাড়া আপন কেও নহে আছে
-হে ভাই,
এই প্রকৃতিতে খুঁজিয়াছি পাইছি আপন প্রাণ-রে ভাই,
তাইতো বিদায় নিতে কখনো যে নাহি চাই।