উরু চরণ করিয়া-কি দেখাইলা গুরু আমারে;
এই অধম যে আরো অধমর্ণ হইয়া পড়িলো;
আর কত দায় দিবে আমাতে;
তোমাতে আমি ক্ষুদ্রা অর্থের জীব;
মহাশূন্য যে আমার দ্বারে রাখিছো;
টের পাইনি বহু দিন;
সন্ধ্যে গড়িয়ে-হতে চলেছিল রাত্রিশেষ;
উঠিয়া দেখি যে চক্ষু আমার ভরিয়া গেছে যে নিমিষে;
ঠাই নাহি পাই কোন কুল;
সেই দৃশ্যে করিয়াছো আমায় ব্যাকুল;
হে মহান;
করিবো কি আর এই রণে;
সব ধন যে হার মানিছে মহা শূন্যের এই বনে।