এখনও কি  মনে পড়ে,
হয়তো নাও পড়তে পারে।
আমার কিন্তু এখনো  মনে পড়ে,
সবসময় না মাঝে মাঝে।
মাঝে মাঝে আমি ভুলেই যাই,
তুমি যে এখন অন্য কারো অর্ধাঙ্গিনী।

তোমার চোখের চাওনি,
তোমার উড়ন্ত চুল,
তোমার নিঃশ্বাস এর কোলাহল,
আমায় করেছিলো উন্মাদ।

বাতাসে উড়ে যাওয়া তোমার ওড়না,
তোমার পাঁ এর নিচের ধুলিকনা,
আমায় করেছিলো অবহেলা।

তোমার বলা জানি না তে,
খুজে নিতাম বিস্ময়তা।

পুরনো চোখগুলোর কথা কি মনে আছে এখন ও ,
যে চোখে ভাসমান ছিল শুধুই ভালোবাসা।
আচ্ছা,
শরীরের ইন্দ্রিয় গুলো কি এখন ও আমার ছোঁয়া পেতে চায়,
হয়তো অন্য কারো ছোঁয়া পেয়ে  ভুলেই গেছে।
পৃথিবীর কি নির্মম পরিহাস।