দুরত্বের মতো করে ভালোবাসা বেড়ে যদি
অসীমেরও সীমানার কাটাতারে ঝুলে।
অপেক্ষায় পরে যায় আগুনের রাত,
শহুরে আলোর ছায়ায় জোছনাকে ভুলে।
বৃদ্ধ বসন্তদিন মূর্ছনায় ঢেকে যায় ঘন কুয়াশায়
প্রতিশ্রুতি ভেঙে গুড়ো, বিশ্বাসী ছলনায়।
আদুরে আর্তনাদ মৃদুস্বরে মিশে যায় ঘরে
পরিচিত নাম, আওয়াজ ধুলোটে নক্ষত্র শহরে।
তবে এই রাত কেটে যাক, অপলক নির্ঘুম,
অভিমান হেরে যাক, মেখে যাক কুমকুম।
ভবঘুরে জোনাকিরা রাতজাগা চোর হয়ে,
শৈত্য বাতাসী হয়ে, ছুয়ে যাক বিভ্রমে তারে।
আজ, এই একাকী রাতে, ঝরাক অশ্রু
বিক্ষত হৃদয়, খুন হোক বারেবারে।