হয়ে যাও তুমি টিনের চালে বৃষ্টির গান
ব্যস্ত দুপুরে জামে মসজিদে যোহর আজান।
শুকোতে দেওয়া ভিজে চুপচুপে সুতির শাড়ী
দূর্গের মতো লাল ইট মোড়ানো পুলিশ ফাড়ি।
হয়ে যাও তুমি টার্মিনালের ঢালু কাঠপথ
ডায়েরিতে ছাপানো সাড়ে সাত লাইন পিটির শপথ।
হঠাৎ খুজে পাওয়া বুকশেল্ফ থেকে চুরি যাওয়া বই
বুকের ভেতর দুঃখ নামের সাগর অথৈ।
কখনো তুমি,
হালকা বাতাসে পুকুর জলে গড়ে ওঠা ঢেউ
একলা বিকেলের চায়ের মতো আপন কেউ।
কখনো তুমি,
দূর আকাশে লুকিয়ে থাকা মেঘেদের ডাক
তোমার বিশালতা আমার আকাশে সন্ধ্যা নামাক।