এ জন্মটায় হেরেই গেলাম,
রোগ শোকের এক কারবালায়।
আমার জন্য খুঁড়ছে ঘর,
স্যাঁতসেঁতে এই নিমতলায়।
মাটির দেয়াল দোচালা ছাঁদ,
পাকা বাঁশের নিরেট খাঁচা।
অন্ধকার আর দমঘুটা খুব,
ধবধবে এই মাটির মাচা।
ভাবতে ভীষণ অবাকই লাগে,
দেখবো না আর এই আকাশটাকে।
পড়বো না আর কারো চোখেই,
আসা যাওয়ার পথের বাঁকে।
আমার যত কাছের মানুষ
ভালোবাসা আর খেলার সাথী
কারো কাছে আমি, আমি নই আর
নামটা আমার শুধুই স্মৃতি।
আমার শখের বৃষ্টির দিন,
চৈত্র দিনের মধ্য দুপুর
জোছনা রাতের একলা চাঁদ আর
বিকেল হাওয়ার শান্ত পুকুর
আজকের পর আর কোনোদিন,
আর কোনোদিন হবেনা দেখা।
স্যাঁতসেঁতে এই মাটির ঘরে
একলা আমি ঘুমাই একা।
এ জন্মটায় হেরেই গেলাম
জীবন নামের কারবালাতে
বাঁশের খাঁচায় বন্দী আমি
শেষ জনমের অপেক্ষাতে।