সব কোলাহল থেমে গেছে আজ আমার আয়নাঘরে
এখন নিশ্বব্দে ঢলে মধ্যরোদ বিকেল আঙিনায়
ছায়া মহাকাশের মতো দীর্ঘ শুন্যতায় ঘুমিয়ে যায় রাত্রি কোলে
ধুলোর পরতে একা একা হাতের ছাপা বহু গল্প, পাঠক জেগে নেই
পৃথিবীর কোনায় কোনায় আলাপন আকার স্বপ্ন দেখা
মানুষ গুলো হয়ত বুঝে গেছে, পৃথিবী গোলাকার।
সত্য সাহসের খেলা হাপিয়ে উঠেছে মিথ্যে কল্পনায়।
যা হোক না হোক, কিছু বিশ্বাস চন্দ্র সূর্যের মতো সত্য।
আমি বিশ্বাস করি বিশ্বাসে গ্রহণ আসে, হারিয়ে যায় না।
কুয়াশা মাখা আজও একলা রজনীর পথে পথে আমি গল্প আকি
দুহাত মুক্ত করি অপেক্ষা করি, দু'হাতে ছোয়ার।
চলো, বট গাছ আজ ইচ্ছেমতন আধারের সাথে তর্ক করি।
চলো আর একটিবার, আর যদি কেউও নয়
শুধু,
তুমি আর আমি জেগে রই এই তারার নগরীতে।