আমি কবি,
আমি দুঃখ লুটায়ে ফিরি।
চারিদিকে যত জড়া-জঞ্জাল কুড়ে
যত অভিশাপ, যত হতাশা নিমেষেই চুরে
আমি ছন্দ বিলাই, রচি হাহাকার বেদনা সুরে।

আমি কবি,
আমি সবার ভিড়ে দুঃখ খুঁজিয়া লই।
মেঘ কিংবা বৃষ্টি যেটাই দেখি
প্রকৃতির গড়া মূর্তি কিংবা মেকি
আমি দুঃখের অনলে জালিয়ে তাহাকে লিখি।
অভিলাষ আমার অতিরঞ্জিত চিরকাল
যা কিছু আমার জুটেছে, সবি লুটিয়াছে মহাকাল।

আমি কবি,
আমি দুঃখের ব্যাপার করি।
যেখানে সবে সত্য পুজে,
কোটায় কোটরে মিথ্যে গুঁজে
আমি মরীচিকা ভেবে মিথ্যা সুখী সেজে,
নিজের আলোয় অমা রেখা কাটি নিজে।

আমি কবি,
দুঃখ আমার জীবিকা।