আমার কোনো আপত্তি নেই,
চাইলে তুমি এই মানুষটাকে পুতুল ধরো
সকাল বিকেল খেলার সাথী
ঘুমের বেলার ভয় ভাঙানো মূর্তি জীব।
চাইলে ধরো মাঝ দুপুরের শুন্য ছায়া
ঝিম ধরানো সুরের আসর
ঝরে পড়া এক চুলের গোছা।
চাইলে তুমি এই হৃদয়টাকে দেয়াল ধরো
আস্তরহীন গাথনির ভাজে ইচ্ছেমতো
পাথর গুজো, ঘৃণার, মায়ার।
চাইলে আমায় গুটি খেলার ছক্কা ধরো
আপত্তি নেই অবহেলার জোকার হতেও।
তুমি আমায় খুনই করো, নিখোঁজ করো।
আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই।