আঁধারে প্রদীপ জ্বলে,
চিক চিক চোখের জলে,
হঠাৎ অচেনা পাখি ডাকে,
ঝোপ ঝাড়ে।
কষ্টের নোনা জলের ধারা,
কোঁকড়ানো হৃদয় তুমি ছারা,
যেন দুখের পাখি উরে,
প্রহরে প্রহরে।
ছুটে বেড়ায় নিসঙ্গ এ হৃদয়,
ভর করে স্বপ্ন ডানায়,
সেই স্বপ্ন ভেঙ্গে যায়,
কে থাকে প্রহরের পাহারায়।
হঠাৎ অচেনা শংকা,
বাজে জেনো ভয়ের ঘন্টা,
সম্মুখের পথ চৌচির,
এ যেন গিরী সংকট গভীর।
হারিয়েছি যা ছিলো সব্ই,
কোথায় পাব সেই প্রহরী,
যার জন্য এতো অপেক্ষা,
হারানোও সেই সে তুমি।
আজও দেখি সেই স্বপ্ন,
যাতে তোমার কোমল স্পর্শ,
হৃদয়ের দারে কে তুমি,
কোন প্রহরের প্রহরী।
-------***-------
-------------------এস এম নিপুন
ঢাকা - ২১শে অক্টোবর, ২০১২