খুঁজেছি তোমায় আমি,
নিল নয়নের তলে।
আকাশ হতে বৃষ্টি পরে,
সুখেরই গান বলে।
সুখ নাকি আজ হাতছানি দেয়,
মৃদুল বাতায়নে।
তোমার কথা ভাবছি শুধু,
মনের আপন টানে।
সুখ ছরানো কথা গুলো,
লাগছে যেন ঐ আকাশের
পুর্নিমার ই আলো।
দিন হলে তুমি আমার,
পদ্ম ফুলের মালা।
রাত্রিতে তুমি যেন,
ঘর কর উজ্বালা।
বাতাবি লেবুর গন্ধে আমার,
মন হয়েছে সিক্ত।
আমি তোমার ভালবাসায়,
সব সময়ে রিক্ত।
এই বলিয়া কবিতাটি,
হলো গো সমাপ্ত।
-----***-----

শরীয়তপুর- এপ্রিল, ২০০৭ ইং