ইচ্ছে করে বলি অনেক কথা,
রোজ বিকেলে বেড়াই যথা-তথা।
ইচ্ছে গুলো বন্ধি খাঁচায় রাখা,
মনের চোখে দেখি আমি "ঢাকা"।
রাস্তা ঘাটে নামার আগে ফাকা,
নামার পরে গুনতে হবে চাকা।
ভীরের মাঝে হারিয়ে যাওয়ার ভয়ে,
দাড়িয়ে থাকি গুলিস্তানের মোড়ে।
সিএনজি আর বেবিট্যাক্সি ছাড়া,
চলার জন্য ঘোড়ার গাড়ি খাড়া।
জীবনটা তাই হয়ে গেলো টেম,
রাস্তায় নামলে দেখি জ্যাম আর জ্যাম।
অদ্ভুত এই প্রানের শহর ঢাকা,
অলি গলি ছড়িয়ে ছিটিয়ে থাকা।
দিনে রাতের পার্থক্যটা বেস,
হকচকিয়ে হঠাৎ করেই শেষ।
তাহার পরও প্রানের শহর এটা,
মনের চোখে দেখি শুধুই ঢাকা।
ঢাকা - ৮ই ফেব্রুয়ারী, ২০১১।