আজকের এই গল্পগুলোও কাল
বাসি হয়ে যাবে মানুষের মুখে
হাতে হাতে হবে জাল
আজকেও যেই নদী বয়ে চলে সুখে
বাধা পড়ে যাবে মানুষের হাতে
ঢেউ ভুলে যাবে সময়ের সাথে
মেদের মতই পলিথিন জমে হারাবে স্রোতের তাল
ভীষণ আগুন-লাল
পলাশের ভারে নুয়ে থাকা গাছ ক’দিন বাদেই
নি:স্ব হবে
কাটা পড়ে যাবে নিষ্ঠুরভাবে তার সকরুণ ডাল
আজকের এই কথাগুলো শুনো কাল
প্যাঁচানো ভাষায় চ্যাঁচানো শেষে
রস-কষহীন হাড় জিড়জিড়ে
একথাগুলোই এসে ফিরেফিরে
তোমাকে ভাবাবে- ভয়ানক বাজে, জঘণ্য গালাগাল !