নসীম হিজাযী দুনিয়া ছেড়ে চলে গেছেন অনেক আগেই। কিন্তু
প্রায়ই তার বইগুলো ঘেঁটে তার মতন লেখকের
প্রয়োজনীয়তা যে কী ভীষণ অনুভব করি তা বলার মতন
না। আল্লাহ তার কাজগুলোকে কবুল করে নিন, তার
ভুলত্রুটি মাফ করে তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান
করে নিন। সুস্থ সাহিত্য, ইসলামের চেতনায় ভাস্বর,
শক্তিশালী ভাষা ও দৃশ্যপট তৈরির কাজটা তিনি করেছেন
নিপুণ দক্ষতায়।
নসীম হিজাযীর লেখা যত উপন্যাস, তার অনেকগুলোই
আমি পুনঃ পুনঃ পড়েছি এবং পড়ছি যা আমার ঈমানের
অনুভূতিকে শাণিত করেছে সবসময়। যারা এই সাহিত্য
পড়েননি, তার জানেনই না উপন্যাস কেমন সুন্দর হতে পারে,
আমাদের ইতিহাসকে কেমন করে অনুভব করা যেতে পারে।
অশ্লীলতা ও সুড়সুড়িবিহীন যে উপন্যাস ও সাহিত্যের
দৃশ্যপট হওয়া সম্ভব, তা হয়ত আমাদের প্রজন্মের
অনেকেই জানেন না। তাদের ভুল ভাঙ্গাতে, নতুন এক
দিগন্তের সন্ধান পেতে, সোনালী ইতিহাসের প্রেক্ষাপটে
শুদ্ধ সাহিত্যের স্পর্শ পেতে আমি আমার ভাইবোনদের
নসীম হিজাযী পাঠের আন্তরিক আহবান জানাই।
বাংলা ভাষায় অনূদিত বই তালিকা:
আমার জানামতে বাজারে প্রকাশিত নসীম হিজাযীর
বইগুলো হলো-
০১) মরণজয়ী
০২) সীমান্ত ঈগল
০৩) আঁধার রাতের মুসাফির
০৪) শেষ বিকালের কান্না
০৫) ইউসুফ বিন তাশফিন/মুজাহিদের তলোয়ার
০৬) হেজাজের কাফেলা
০৭) কায়সার ও কিসরা
০৮) মুহম্মদ বিন কাসিম
০৯) শেষ প্রান্তর
১০) খুন রাঙ্গা পথ
১১) ভেঙ্গে গেলো তলোয়ার
১২) কিং সায়মনের রাজত্ব
১৩) আলোর কুসুম/মানুষ ও দেবতা
১৪) ভারত যখন ভাঙল
১৫) চুড়ান্ত লড়াই
১৬) ইরান তুরান কাবার পথে