মনে নিয়ে সংশয় আজও অংক কষে যায়,
সূত্রে টানা পড়নে আমি থেমে যায়।
কল্প নয়তো এ জীবনের অংক,
সূত্রের অমিলে যেখানে জীবন ক্ষান্ত।
একটি একটি করে সবই সমাধানে-
থেমে যায় আমি জীবনের শেষ অংকে।
যোগ বিয়োগের এই জীবনে-
গুণন পাওয়া লক্ষ্যহীন।
কর্ম জীবনের অংকে আছি-
থেমে গেছি সুত্রের ভুলে।
ভুলের মাঝে থেমে থেমে-
সূত্র খুঁজি আজও আনমনে।
ভগ্নাংশ চলে আসে সূত্রের মাঝে,
সফলতার সিড়িতে ভাঙ্গন ধরে নীরবে।
লক্ষ্য এখনও অংকের মাঝে-
সূত্র গুনে গুনে আজ সমাধানে।
কোন সূত্রে লুকিয়ে আছে?
সমাধানে আমি শুধু সূত্রের খোঁজে।
ভুল সূত্রে দগ্ধ আমি-
সূক্ষ সূত্রের মেলেনা দেখা।
ভাঙ্গা গড়ার অংকে আমি-
লক্ষ্যে আমি মাত্র সমাধানে,
শেষ অংকের সমাধানে জগৎ করি ক্লান্ত-
হয় না যেন ভুল জীবনের শেষ অংকে!