তোমায় আমি চারু বলে ডাকবো,
চারুলতা....!
রাগ করবে না তো? চারু !
তোমায় আমি যা খুশি ডাকতে পারি, যখন ইচ্ছে যা ;
কারণ , তুমি আমার খর রৌদ্রময় বোশেখের তৃষ্ণার জল;
তুমি আমার অনন্ত বর্ষার রিমঝিম বৃষ্টি;
আহা! কি অদ্ভুত সৃষ্টি !
তুমি আমার শরতের পড়ন্ত বৈকালে সমুদ্রপাড়ের দক্ষিণা মাতালি হাওয়ায় কৃষ্ণদীঘল কেশ এলিয়ে থাকা ক্যানভাস;
আর আমি সে ক্যানভাসেরই এক অতি বামন দেবদাস...!
তুমি আমার রিক্ত শীতের থরথরে রাতের উষ্ণ চায়ের চুম্বন, শীতার্ত কায়ার কম্বল ;
যার ছোঁয়ায় বাড়ে উল্লম্ফন, কারণ তুমিই তো একমাত্র সম্বল !
তুমি আমার বসন্তপিক, ফাগুনে মহুয়ার বনে ফোটা এক নান্দনিক টগর ;
চিত্ত আলোড়িত করা শ্বেতশুভ্র পবিত্র অজর !
✍️ ইঞ্জিঃ ওমর ফারুক সিদ্দিকি
©®™ ২৪-০২-২০১৬