"নষ্ট পথের ভ্রষ্ট পথিক"
✍️ ইঞ্জি. ওমর ফারুক সিদ্দিকি
©®™ ১৫/০২/২০১৩
এখন আমি বেশ আছি,
খাচ্ছি-দাচ্ছি ঘুরছি ফিরছি!
অষ্টপ্রহর কাটছে আমার তোমার সঙ্গ ছাড়া,
হৃদয়ে কভু অনুভূত হয় না, তোমার একটু সাড়া!
খুঁজি না তোমায় কবিতার পঙক্তিতে, কিংবা রবীন্দ্রাকাশে,
হৃদয় মোর পরিপূর্ণ আজ, বেদনার রক্তিম নীলাকাশে!
গদ্য পদ্য, আষ্ঠেপৃষ্ঠে ঠেলেছি পদতলে,
কে কয় শান্তি , সম্ভোগে বল?!
সবই গেল রসাতলে!
ভুলেছি ফারাক ভাল- মন্দের, মন রিপুর ভোলে,
পুড়িয়ে চলেছি দৈন্যগুলো, সিগারেট-অ্যালকোহলের জলে!
নষ্ট পথের ভ্রষ্ট পথিক, নোংরা চিত্তের আমিই ভৃত্য,
কামুকচিত্ত রঞ্জিত করে, মাতাল নর্তকীর নৃত্য!
ছন্দ হিন্দোলে তুফান তোলে, নর্তকীর ওই কায়া,
আত্মভোলা হিয়া মোর, তাতে দেখে তোমার ছায়া!
ছায়া সেতো আলোর সৃষ্টি,
অন্ধকারে মিলায় দৃষ্টি!
ক্ষণিক জাগায় মনে কৃষ্টি,
পরক্ষণে ঝরায় বৃষ্টি!
বৃষ্টি শেষে রামধনু হাসে, সকল শ্রান্তি করে দূর,
বড্ড ব্যস্ত এখন আমি, হার বুনেছি তোমার লাগি,
একলা বসে দিন গুনছি, তুমি কতদূর?
স্বপ্ন ভঙ্গে জ্বলছি পুড়ে , সারা সন্ধ্যে, রাত্রি, ভোর!