-> আচ্ছা, তোমার কি প্রিয়?
উচ্চতা নাকি গভীরতা ?
-> হুমম... দুটোই ! তোমার ?
-> আমি বড্ড লোভী জানো...?
আসলে, গভীরে না গেলে উচ্চতা কি করে
মাপবে বলো...?
-> হুম, এবার বলো তোমার কি প্রিয়
আলো নাকি অন্ধকার ?
-> হুমম, অন্ধকার...!
-> অন্ধকার ? কেনো ?
-> অতি আলোতে আমার চোখ ঝলসে যায় !
অন্ধকারই জানান দেয় আলোকের অস্তিত্ব !
অন্ধকারেই সৃষ্টিশীলতা বাড়ে !
তাইতো আমার প্রিয় নির্জন ঘন অন্ধকারময়
মধ্যরাত !
-> বাহ ! তো কবিতা নাকি উপন্যাস ?
-> কবিতা ! কবিতায় আছে গভীরতা ! আছে উচ্চতা ! মানে সাধ্যের মধ্যে সবটুকু !
কবিতায় আছে প্রাণ ! যা উপন্যাসে নেই !
-> আর ভালবাসো?
-> প্রায় সবই!
-> মানে...?
-> তোমাকে!
-> কেনো ?
-> তুমি আমার কবিতা !
নির্জন মধ্যরাতে তোমাকে ঘিরেই গড়ে উঠবে সৃজনশীলতা !
তোমার গভীরে প্রবেশ করে, আমি উঠবো সর্বোচ্চ উচ্চতায় !
তোমাকে ছুঁয়ে আমি আকাশ হবো !
হারাবো ওই শূন্যে নীলিমায়...!

✍️ ইঞ্জি. ওমর ফারুক সিদ্দিকি
©®™ ২৪/১০/২০১৫