চোখে তাহার যে আভা,
নয়নাভিরাম হাসি !
নূপুরেরও নিক্কণে মোর,
বাঁজায় প্রানে বাঁশি !
হাঁটায় তাহার নান্দনিকতা,
কোমরেরও তাল !
মুখ যেন তাহার শৈল্পিক মনের আঁকা,
দূর পাহাড়ের ঢাল।
কাজল কালো কেশ তাহার,
দোলায় আমার মন।
রূপেতে যাহার হই যে আমি,
শুধুই আনমন !
স্নিগ্ধ শীতল মনটা তাহার,
অপূর্ব তাহার কায়া,
চললে পরে পশ্চাতে যে,
চলে তাহার ছায়া।
নয়নে তাহার অপরূপতা, চাহনিতে টান ,
স্বপ্নের মাঝেই এসে মোর, মন করে আনচান!
অপরূপা সেই মেয়ের কথা,
কি আরা বলব ভাই;
এককথায় তাহার তুলনা,
আমার কাছে নাই।
✍️ ইঞ্জি. ওমর ফারুক সিদ্দিকি
©®™ ০৫/১০/২০০৯
রোজ সোমবার, রাত ১ টা ২৭ মিনিট;