দিন ফুরিয়ে গোধূলি লগ্নেও যদি পথ না
ফুরায় তবে স্মরণ কর মোরে,
আর কিছু পারি বা না পারি;
জোছনা  হয়ে তোমার সঙগ  হবো;
জোনাক পোকা হয়ে অন্তিমকালোবধি,
তোমার চলার পথে আলোক মশাল জ্বেলে যাবো!
✍️ ইঞ্জি. ওমর ফারুক সিদ্দিকি
©®™ ১৫-১১-২০১৭