তোমায় ঘিরে বেড়ে উঠছে
হৃদয়ের জলোচ্ছ্বাস,
কাছে পাবার তীব্র নেশা;
করছে বুনো উল্লাস!
হাত বাড়িয়ে ছোঁব নাকো;
স্বপ্ন হয়ে ছোঁব!
কথা দিলেম সারাটিক্ষণ;
তোমার মাঝেই রবো!

✍️ ইঞ্জি. ওমর ফারুক সিদ্দিকি
©®™ ০৩/০১/২০২৪