ভুল গুলো যদি ফুল হয়ে যেতো ঝরে,
ঝরতো না আর চোখের জল বৃষ্টির মতে করে।
স্বপ্ন যদি না দেখা যেতো হৃদয় আয়না জুড়ে,
ভাঙ্গতো না আজ হৃদয় খানি কালবৈশাখী ঝড়ে।
সুখ গুলো যদি উড়েয়ে দিতাম হাওয়ার পাখায় করে,
হৃদয় খানি জ্বলতো না আজ দু:খের অনলে পুড়ে।
গান যদি না গাওয়া যেতো ভালোবাসার সুরে,
আসতে না কাছে তুমি থাকতে না দূরে।
ভুলে যেওনা তুমি মনে রেখ মোরে,থাকি যতো দূরে ভুলবো না তোমারে,
কি করে ভুলি বলো ভুলতে বলো মোরে,
আছো যে তুমি হৃদয় খানি জুড়ে।।