তোমার প্রতি আগ্রহ একদিন
হয়তো অনাগ্রহ হয়ে যাবে,
চাওয়ার আকুতি অন্তহীন
শুন্যতায় ভেসে বেড়াবে।
অনুভূতি নিঃশেষ হয়ে গেলে
আবেগ গুলো হারিয়ে ফেলে,
হয়তো শুধু স্মৃতিচারণ হবে
একদিন দিকশূন্য হয়ে রবে।
ভেতরে ভেতরে কিছু চাওয়া
কিছু পাওয়া বা না পাওয়া
নতুন করে আঘাত পাবে
বারংবার একই হৃদয় ভাঙবে।
ভাঙা হৃদয়ের আর্তনাদ
কাউকে বোঝানো যায় না,
তিল তিল আশাগুলো বরবাদ
যাতনা লাঘবের সহমর্মিতা পায়না।
ভুলটা তোমার নয়
সকলি যে যার মতোই,
নিঃশেষ করে ভালোবাসাটাই
নিজের প্রতি চির অন্যায়।