প্রিয়তমা, কখনো কি নিজের নামের বানান ভুল করেছো !
আমি করেছি-
বেহায়ার মতো নির্দ্বিধায়
প্রেমের আশায়ও দিকভ্রান্ত হয়েছি,
নিজের ইচ্ছাগুলো সন্নিবেশিত করে
কেবল তোমার মাঝেই প্রশান্তি দেখতে পেয়েছি-।
কতটা নিজের ওপর নিয়ন্ত্রণ হারালে অমন করে বানান ভুল করি-
প্রিয়তমা ! তোমার প্রত্যেকটি আবেগ, অনুভূতি, খুনসুটি গুলো
আজও আগলে রাখি স্বযতনে।
তোমায় কখনো চাহিদা ভাবিনি,
আবশ্যকীয়তা ভেবেছি।
জানি, তোমাকে পাবার প্রচন্ড আগ্রহ হয়তো সম্পর্কটাকে দূরে সড়িয়ে দিবে;
অতিরিক্ত যত্নই হতে পারে বিরক্তির।
অনিচ্ছাকৃত ভাবে নিজের নামের বানান ভুল হোক,
তোমার প্রতি যত্নশীল ভালোবাসাকে অশুদ্ধ ও অবিকৃত করার মানুষ আমি নই।