মানুষকে মানুষকে ভুলে যায়
কেউ কারো চির আপন নয়।
ভোলেনা মোর দয়াময়
ভোলেনা আল্লাহ তা'আলায়।
যত পাপ করেছি
কতটুকু তার শাস্তি পেয়েছি?
ক্ষমা করো দয়াময়
এ গুনাহগার বান্দায়।
ইয়া গাফুরুর রহীম
দয়া কেবল তোমারই অসীম।।
যদি কোরো পাপের বিচার
নাও যদি জবাব স্বেচ্ছাচারিতার
নিজেকে পারবো না বাঁচাতে
পারবো না কভু ঈমানে টিকতে।।
ক্ষমা করো দয়াময়
এ গুনাহগার বান্দায়।।
নিজ গুণে ক্ষমা করে
হেদায়াত দিও
তোমার স্মরণের পরে
তবেই রূহ টেনে নিও।
মানুষকে মানুষকে ভুলে যায়
কেউ কারো চির আপন নয়।
ভোলেনা মোর দয়াময়
ভোলেনা আল্লাহ তা'আলায়।।