আমি চাই
তোমার বয়স না বাড়ুক
এভাবেই থাকো চিরকাল।
লোলুপ সুদর্শনদের
তেঁতুল চোষার জিহ্বায়
বরাবর জল এসে যাক,
রূপের বড়াই আরও হোক
তোমার,
রূপজীবী পরিচয়ে
মিস ওয়ার্ল্ড বনে যাও-।
আমি চাই
দেশ-বিদেশের স্বাদ নাও
অসংখ্য পুরুষের আরও
কামনার জ্বালা বাড়াও-।
অবশেষে তোমার স্বার্থকতা কী
সেটাই দেখার আগ্রহ;
জেনে রাখো, দাম্ভিকতা বহন করে
জেদের ফলাফল ভালো হয়না।

রূপ দেখে প্রেমে পড়ে সবাই
তবে আমি মায়া দেখতে পাই,
কলঙ্ক মুছে ভালো করার
ইচ্ছেটাই কেবল আমার।